ডেস্ক রিপোর্ট: সুপারস্টার সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিশ্রুতিশীল পরিচালক মেহেদী হাসান খান হৃদয়।
‘বরবাদ’ সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দর্শকদের চমকে দিতে সিনেমাটিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের খল অভিনেতাদের আইকন মিশা সওদাগর।
প্রকাশিত ফার্স্ট লুকে সাকিব খানের লুক ও সিনেমার গ্র্যান্ড প্রেজেন্টেশন ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বরবাদ’ সিনেমাটি একটি রোমান্টিক-অ্যাকশন ঘরানার চলচ্চিত্র, যেখানে প্রেম, প্রতিশোধ ও নাটকীয়তার সমন্বয়ে ভরপুর একটি গল্প তুলে ধরা হবে।
সিনেমাটি মুক্তির তারিখ এখনও চূড়ান্ত না হলেও সাকিব খান ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা এবং কৌতূহল চোখে পড়ার মতো।
সিনেমা প্রেমীদের জন্য আরও চমক নিয়ে আসতে পারে ‘বরবাদ’ টিম। ছবিটির ট্রেলার ও মুক্তির তারিখ জানতে চোখ রাখুন paperbd.com-এ।