মিরপুরে বিপিএল মিউজিক ফেস্ট মাতালেন রাহাত ফতেহ আলী খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে আয়োজিত সঙ্গীত উৎসবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের মুগ্ধ করেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। তাঁর দরাজ কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান শোনার উচ্ছ্বাসে ভেসেছে পুরো স্টেডিয়াম। রাতের শুরুতেই দর্শকদের উদ্দেশে বাংলায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে শুরু হওয়া রাহাতের সুরেলা পরিবেশনায় মুগ্ধতার ঢেউ ছড়ায় মিরপুরের আকাশে-বাতাসে।

রাহাত ফতেহ আলীর গান ছাড়াও আয়োজন ছিল আতশবাজির। এমন জমকালো আতশবাজি উৎসব মিরপুরে আগে দেখা যায়নি বলেই মনে করছেন অনেকেই। তবে দর্শকদের সামান্য আক্ষেপ রয়ে গেছে, কারণ রাহাত গাইতে পারেননি তাঁর বিখ্যাত গান ‘ওরে পিয়া’। অনুষ্ঠানটি রাত ১১টার দিকে হঠাৎ শেষ হয়ে যাওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।

বিপিএল মিউজিক ফেস্টের আয়োজনে আরও কী ছিল?

বিপিএল শুরু হতে এখনও এক সপ্তাহ বাকি। তবে বিপিএল-২০২৫ উপলক্ষে আয়োজন করা হয় এই সঙ্গীত উৎসবের। পাকিস্তানের রাহাত ফতেহ আলী খানের পাশাপাশি দেশীয় শিল্পীদের মধ্যে মাইলস এবং জেফার মঞ্চ মাতিয়েছেন। পরিবেশিত হয় এবারের বিপিএলের থিম সং ‘আবার এলো বিপিএল’। এছাড়া সাত ফ্র্যাঞ্চাইজির মালিকদের পতাকা প্রদর্শন এবং বিপিএলের পুরনো আসরগুলোর একটি অডিও ভিজুয়াল প্রদর্শনীও ছিল অনুষ্ঠানের অংশ।

আয়োজনের খরচ ও বক্তব্য

এই সঙ্গীত উৎসব আয়োজন করতে প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা খরচ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ফারুক আহমেদ তাঁর বক্তব্যে বিপিএলের মূল ইভেন্টে ভালো ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

যদিও বিপিএলের মূল আকর্ষণ ক্রিকেট, এই ধরনের সঙ্গীত উৎসব ভিন্নমাত্রা যোগ করে। তবে দুর্বল সাউন্ড সিস্টেম নিয়ে দর্শকদের অসন্তোষ প্রকাশ পেয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, সঙ্গীতের কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না।

বিপিএল ২০২৫-এর মূল আসর শুরুর আগে মিউজিক ফেস্টটি যেন উৎসবেরই এক রঙিন পূর্বাভাস। এবার অপেক্ষা মাঠে উত্তেজনাপূর্ণ খেলা দেখার, যা দর্শকদের আরও বেশি আনন্দ দেবে।