আজকের নির্বাচিত লেখা । ০৯.০১.২০২৫ খ্রি.

-কবিতা-

কান্না
শেখ মোহাম্মদ আলী

হে প্রিয়তমা,
বাকরুদ্ধ হয়ে আসা কাঁপা কাঁপা কন্ঠে,
উদ্বেলিত হৃদয়ে, যেদিন তোমায় বলেছিলাম, 'ভালবাসি।'

সেদিন দেখেছিলাম আমি।

আমার নিখাদ ভালোবাসার আদ্রতায়, সিক্ত হওয়া দু'নয়ন দেখে--তুমি মিটিমিটি হেসে ছিলে।

হায়! মুখোমুখি, এ রকম আদ্রতায় সিক্ত হয়ে যদি--- নামাজে দাঁড়ানো যেত।
হয়ত আমার ললাটে শোভা পেত,
হৃদয় বিগলিত হওয়ার মত---'আলোকিত হাসি।'

হায় রে আলী !
ভালবাসার পরীক্ষায় উৎরে যেতে---
হৃদয় নিংড়ানো আদ্রতায় আচ্ছাদিত হওয়া; তোমার দু'নয়নের কান্নাই কী --- যথেষ্ট নয়!
হতভাগা! তুমি বুঝবে কবে ?
আক্ষেপ
শেখ মোহাম্মদ আলী।

'কষ্টে আছে আইজুদ্দিন।'
আক্ষেপের এ কথা টি আজ---
শোভা পাচ্ছে, হৃদয়ে।
কালো কালির রং তুলিতে
বেদনা আমার, কাঁদছে।

হায়! সেই মানবী যদি জানতো!
হৃদয়ের বেদনা কেমন!
উনুনের কাঠ কয়লার দহনের মত
সে তো অবিরাম হৎপিন্ডের ভিতর, নাচের দহন।
হায়! আক্ষেপের নাচন,
সে তো আগ্নেয়গিরির লাভার মতন।