বাংলাদেশে প্রথমবার এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

বাংলাদেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা আক্তার, বয়স ৩০ বছর। মহাখালী সংক্রামক রোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

ডা. বাশার জানান, এটি দেশে এইচএমপিভি আক্রান্ত কারো মৃত্যুর প্রথম ঘটনা। তবে তিনি উল্লেখ করেন, মৃত্যুর কারণ শুধু এইচএমপিভি নয়। রোগীর অন্যান্য জটিলতা যেমন ক্লেবসিয়েলা নিউমোনিয়া, কিডনি সমস্যা, এবং অতিরিক্ত ওজন এই পরিস্থিতিকে জটিল করেছে।

গত ১২ জানুয়ারি সানজিদা আক্তারের শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস পাওয়া যায়নি। জানা যায়, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, এইচএমপিভি নতুন কোনো ভাইরাস নয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রতি বছরই শনাক্ত হয়। তবে এর জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বা টিকা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাস শিশু, বয়স্ক ব্যক্তি, এবং দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত রোগীদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

এ নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশের সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।