থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ব্যক্তির আইফোন দানবাক্সে পড়ে গেলে সেটি ফিরিয়ে নিতে গিয়ে ব্যর্থ হন তিনি।
ভারতের তামিলনাড়ুতে এক ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়েছে। মন্দির কর্তৃপক্ষ আইফোনটি মন্দিরের সম্পত্তি বলে দাবি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীনেশ নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলেন। প্রণামি দিতে গিয়ে অসাবধানতাবশত তার আইফোন দানবাক্সে পড়ে যায়। ফোনটি ফেরত চাইতে গেলে মন্দির কর্তৃপক্ষ জানায়, যা দানবাক্সে পড়ে তা দেবোত্তর সম্পত্তি হয়ে যায়।
দীনেশ প্রথমে অনুরোধ করলেও কর্তৃপক্ষ জানায়, দানবাক্স খোলা হয় দুই মাস পর। নির্ধারিত সময়ে বাক্স খোলার পর দীনেশ আবার ফোন ফেরত চাইলে মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, মোবাইলটি এখন ভগবানের সম্পত্তি। শুধুমাত্র সিম কার্ড বের করার অনুমতি দেওয়া হয় তাকে।
মন্দিরের নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে বলেন, “দানবাক্সটি লোহার বেড়া দিয়ে ঘেরা, তাই ফোনটি কীভাবে ভেতরে পড়ল তা নিশ্চিত নই।”
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ এটিকে ভগবানের প্রতি ভক্তির উদাহরণ হিসেবেও দেখছেন।