ডেস্ক রিপোর্ট: আজ জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় আদালত তাকে খালাসের রায় দিয়েছেন।
জয়পুরহাটে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আদালত অব্যাহতি দিয়েছেন। বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন। রায়ের পরে আদালত চত্বরে বিএনপির নেতা-কর্মীদের আনন্দ উদযাপন করতে দেখা গেছে।
মামলা সম্পর্কিত সূত্রে জানা যায়, ২০১৪ সালে লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে জাতীয় এক দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনকে কেন্দ্র করে জয়পুরহাটে বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক নেতা, আবু বক্কর সিদ্দিক রেজা, তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ এবং মানহানির মামলা নথিভুক্ত হয়। মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।