আজকের নির্বাচিত লেখা । ০৬ জানুয়ারি ২০২৫

PaperBD, পেপারবিডি, Breaking News, ব্রেকিং নিউজ, Bangla News, বাংলা নিউজ, Today’s Update, আজকের খবর, Online Newspaper, অনলাইন পত্রিকা, Latest Bangla News, লেটেস্ট নিউজ, National News, জাতীয় খবর, International News, আন্তর্জাতিক সংবাদ, Bangla Entertainment, বিনোদন সংবাদ, Sports Update, খেলার খবর, Career Tips, ক্যারিয়ার আপডেট, Bangla Tech News, প্রযুক্তি সংবাদ, Health Tips, স্বাস্থ্য টিপস, Economy News, অর্থনৈতিক খবর, Educational News, শিক্ষা সংবাদ, Bangla Islamic News, ইসলামিক খবর, Weather Update, আবহাওয়ার খবর, Environmental News, পরিবেশ সংবাদ, Trending Now, ট্রেন্ডিং খবর, Live Updates, লাইভ আপডেট

-কবিতা-

রোদ এসে বলে
মনির হোসেন

কুয়াশার চাদরে ঢাকা ভোরের আকাশ,
আলোর প্রতীক্ষায় নিঃশব্দ পথ চলা।
পাখিদের ডাকে জাগে শীতল বাতাস,
মাঠে ছড়িয়ে পড়ে শিশিরের মালা।

দূরে দূরে রোদ আসছে নীরবে হেসে,
উষ্ণতার পরশে কাঁপন মুছে ফেলে।
গাছপালার গায়ে এক রূপালি লেশে,
জীবনের গান যেন কুয়াশা বলে।

আলো আর ছায়ার এ খেলা চিরন্তন,
প্রভাতের বুকে নব দিনের আশা।
রোদ এসে বলে, "ভয় নেই, বন্ধু মন,
দূর হবে সব পথের কুয়াশা।"

তোমার চোখে যে স্বপ্নের দীপ্তি,
তাকেও ছুঁয়ে যাবে স্নিগ্ধ সকালের রোদ।
কুয়াশার অন্ধকার যতই হোক ঘন,
রোদ এসে নিয়ে যাবে সব অন্বেষণের বোঝ।
আশা
শেখ মোহাম্মদ আলী

রজনী ফুরিয়ে গেল সজনী
সকল কিছু রইলো পড়ে বাকি।
পার্থিব প্রেমে মত্ত হয়ে, ছিলাম তোমায় ভুলে।
যা চেয়েছিলে তুমি,
সেথায় আছে কেবল শুণ্যতার মাখামাখি।

এখন হায়! হায়! করছে এ হৃদয়।
লজ্জা অবনত শিয়রে আমি, দাঁড়িয়ে আছি,
ক্ষমার আশায়।

-ছড়া-

গড়ব নতুন দেশ
আবদুল কাদির জীবন

মনের ভেতর থাকে যদি
শক্তি-সাহস, জয়
রুখতে পারে কে তোমারে
কে দেখাবে ভয়।

আমরা তরুণ লড়াই করি
বীর সেজেছি বীর
বিজয়টাকে ছিনিয়ে নিতে
তাক করেছি তীর।

নতুন করে দেশটা আবার
চাই সাজাতে চাই
আমরা তরুণ এক হয়েছি
ভয়-বাধা আর নাই।

শপথ করি সবাই মিলে
গড়ব নতুন দেশ
সবাই পাবে নতুন করে
নতুন পরিবেশ।