নববর্ষ এসেছে
আসাদুজ্জামান খান মুকুল
পুরাতন সাল বিদায় নিয়ে
নববর্ষ এসেছে,
আনন্দেতে ধরণীর সব
রঙিন সাজে সেজেছে!
আমরাও অতীত গ্লানি মুছে
নতুনত্বে তুলবো সুর,
অপশক্তি গ্রাসে আসলে
ভেঙ্গে তারে করবো চুর!
মানবতার মেলবন্ধনে
চলবো সবাই একই সাথ,
হিংসা-বিবাদ ছুঁড়ে ফেলে
ভালোবাসায় করবো মাত।
জাত ভেদাভেদ ছিন্ন করে
ভাঙবো সবার মনের ভুল,
গাইবো সুরে মানবজাতি
একটি বৃক্ষের অনেক ফুল।
নববর্ষে চলার পথে
প্রভু যদি সহায় হয়,
সবাই আমরা মিলেমিশে
ধরণীতে আনবো জয়!
২০২৫ সালে আমি জীবিত না ও থাকতে পারি
আলমগীর আহমদ
আমরা সবাই জানি,
জীবন এক অস্থির যাত্রা,
কখনো কখনো মনে হয়,
আমরা ঠিক জানি না কোথায় যাচ্ছি,
এবং কখনো কখনো এই পথ হারিয়ে যায়।
২০২৪ সালের পর হয়তো আমি এখানে থাকবো না,
হয়তো আমার শ্বাস আর হবে না,
আমার পদচারণা থেমে যাবে,
কিন্তু আমার স্মৃতিগুলো,
আমার ভালোবাসা,
আর আমার কথাগুলো থেকে যাবে,
যেন এক নীরব চিহ্ন ।
আমার জন্য যাদের মনে একটু জায়গা ছিল,
তাদের জন্য হয়তো আমি হারিয়ে যাবো না।
আমার লেখা,
আমার ভাবনা,
আমার গল্প —
এগুলি থাকবে,
কখনো মুছে যাবে না।
এই পৃথিবী যেমন গতিশীল,
আমরা সবাই একে অপরের জীবনের ক্ষণিক অতিথি,
তবে যে ভালোবাসা,
যে সম্পর্কগুলো আমরা তৈরি করি,
সেগুলো সীমানা পেরিয়ে অমর হয়ে থাকে।
যতদিন আপনাদের মনে আমাকে মনে রাখবেন,
ততদিন আমি বেঁচে থাকবো।
হাল স্বাধীনের দাওরে হাঁক!
মুহা. মুনিরুল ইসলাম (মনির)
পরাধীনের ছিঁড়তে শিকল
দূর করেছি রাজাকার,
স্বাধীন দেশে তবু কেনো
ভিনদেশী সব তাঁবেদার?
একাত্তরে স্বাধীন হলেও
পাইনি ন্যায্য অধিকার,
নৈরাজ্য আর বাকরুদ্ধতা
দূর হলো না অত্যাচার!
লাখো শহীদ জীবন দিলো
তবেই পেলাম স্বাধীন দেশ,
গাদ্দার নিধন হলেই তবে
পাবো আবার সুখের রেশ।
স্বৈরশাসন সইবো না আর
রুদ্ধ রেখে মুখের বাক,
গর্জে উঠো বীর জনতা
হাল স্বাধীনের দাওরে হাঁক।
প্রতিদিন পাঠকের পাঠানো নতুন নতুন ছড়া/কবিতা’র জন্য চোখ রাখুন পেপারবিডিত’তে